লাকী আখান্দের ২য় মৃত্যুবার্ষিকী আজ

0
666

বাংলাদেশের অন্যতম সেরা সুরকার, সংগীত পরিচালক ও গায়ক লাকী আখান্দ। ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়ে ২০১৭ সালের ২১ এপ্রিল ৬১ বছর বয়সে পাড়ি দিয়েছিলেন পরপারে। আজ তার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী।

‘এই নীল মনিহার’, ‘আবার এল যে সন্ধ্যা’ এবং ‘আমায় ডেকো না’ বিখ্যাত এই গানগুলোর স্রষ্টা লাকী আখান্দ চলে গেছেন তবে রেখে গেছেন কালজয়ী কিছু গান। যা দিয়ে আজীবন ভক্তদের মনে গেঁথে থাকবেন তিনি।
সুর ও সংগীতায়োজনের কিংবদন্তি তিনি। সফট-মেলোডি, মেলো-রক, হার্ড-রক সব ধরণের গান তার ছোঁয়ায় অতুলনীয় হয়ে উঠতো।

লাকী আখান্দের বেশ সমৃদ্ধ ও পরিচিত কিছু অ্যালবাম আছে। সেগুলো হলো (১৯৮৪) পরিচয় কবে হবে (১৯৯৮), বিতৃষ্ণা জীবনে আমার (১৯৯৮), আনন্দ চোখ (১৯৯৯), আমায় ডেকো না (১৯৯৯), দেখা হবে বন্ধু (১৯৯৯)।

ক্ষণজন্মা এই শিল্পী গান গাওয়ার পাশাপাশি সুর করেছেন অন্য শিল্পীদের জন্যে। তার গান করেছেন কুমার বিশ্বজিৎ, সামিনা চৌধুরী, জেমস, হাসান প্রমুখ।

লাকী আখান্দের স্মৃতিবিজড়িত কিছু গান নিচে দেয়া হলো। যেগুলোর কথা ও সুরে মিশে আছেন জনপ্রিয় এই শিল্পী।

১. আগে যদি জানতাম
কথা : লাকী আখান্দ ও ফেরদৌস ওয়াহিদ
শিল্পী : ফেরদৌস ওয়াহিদ

২. আমায় ডেকো না
কথা : কাওসার আহমেদ চৌধুরী
শিল্পী : লাকী আখান্দ

৩. এই নীল মনিহার
কথা : এস এম হেদায়েত
শিল্পী : লাকী আখান্দ

৪. লিখতে পারি না কোনো গান
কথা : লাকী আখান্দ ও গোলাম মোর্শেদ
শিল্পী : জেমস

৫. মা মুনিয়া
কথা : লাকী আখান্দ ও ফেরদৌস ওয়াহিদ
শিল্পী : ফেরদৌস ওয়াহিদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here