সেফুদা’র বিরুদ্ধে তিন মামলা

0
454

ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র গ্রন্থ কোরআন শরীফ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ ভিডিওতে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেবার অভিযোগে অষ্ট্রিয়া প্রবাসী সেফাত উল্লাহ ওরফে সেফুদার বিরুদ্ধে তিনটি মামলা হয়েছে।

সেফাত উল্লার মামলাটি অস্ট্রিয়া ক্রিমিনাল পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের কাছে হস্তান্তর করা হয়েছে।

অস্ট্রিয়ান ক্রিমিনাল পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার হুমকির জন্য পৃথক আরেকটি মামলা করেছে।

অস্ট্রিয়ার এক আইনজীবী বলেছেন, যদি সেফাত উল্লাহ দোষী সাব্যস্ত হয়, তাহলে দেশের আইন অনুযায়ী তার সর্বোচ্চ শাস্তি হবে ৬ মাস থেকে ১ বছর। তবে তার সকল সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেয়া হবে। আর যদি মানসিক প্রতিবন্দী প্রমাণিত হয় তাহলে তার চিকিৎসার ব্যবস্থা করা হবে।

সেফুদার বিরুদ্ধে বাংলাদেশ হাই-কমিশনের মামলাসহ তিনটি মামলা হয়েছে অষ্ট্রিয়ায়। আগামীকাল একটি মামলা আদালতে উত্থাপন করা হবে বলে জানা গেছে। বর্তমানে সে নজরবন্দী রয়েছে।

(ফেসবুক থেকে সংগৃহীত)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here