‘কোনো ধর্মই সন্ত্রাসকে প্রশয় দেয় না’

0
564

শ্রীলঙ্কায় ভয়াবহ সন্ত্রাসী হামলায় আওয়ামী লীগ নেতা শেখ সেলিমের নাতি জায়ান চৌধুরীসহ তিনশতাধিক মানুষ নিহত হওয়ার ঘটনায় নিন্দা ও শোক প্রকাশ করেছে জাতীয় পার্টি।

মঙ্গলবার দুপুরে বনানীতে জাতীয় মটর শ্রমিক পার্টি আয়োজিত এক সভায় এ নিন্দা জানান জাপা নেতারা। সভার শুরুতেই জায়ান চৌধুরীসহ নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন জাপা নেতারা।

পার্টির যুগ্ম-মহাসচিব মোস্তাকুর রহমান মোস্তাকের সভাপতিত্বে সভায় পার্টির অন্যতম যুগ্ম-মহাসচিব হাসিবুল ইসলাম জয়সহ জাপার কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

সভায় হাসিবুল ইসলাম জয় বলেন, সারা পৃথিবী যখন যুগের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে, আমরা যখন মঙ্গল জয়ের দ্বারপ্রান্তে সে সময় সন্ত্রাসবাদ সারা পৃথিবীর জন্য হুমকি স্বরূপ। তিনি বলেন, কোনো ধর্মই সন্ত্রাসকে প্রশয় দেয় না। সন্ত্রাসীরা কোনো ধর্মের হতে পারে না। এ সন্ত্রাসকে রাষ্ট্রীয়ভাবেই মোকাবেলা করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here