এবার কাভার্ডভ্যানের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত

0
1008

রাজধানীর শেরেবাংলা নগর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পাশের সড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহমিদা হক লাবণ্য (২১) মারা গেছেন।

বৃহস্পতিবার দুপুরের দিকে হাসপাতালের পাশের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। ফাহমিদা হক লাবণ্য ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সিইসি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।

দুর্ঘটনায় রাইড শেয়ারিং প্রতিষ্ঠান পাঠাওয়ের মোটরসাইকেলের চালক আহত হয়েছেন। তিনি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন বলে পুলিশ জানিয়েছে।

শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ জানে আলম মুন্সি বলেন, ‘ওই শিক্ষার্থীর বাসা শ্যামলী এলাকায়। সেখান থেকে পাঠাওযোগে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলেন। এ সময় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পাঠাওচালকও আহত হন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here