বনানীতে জাপা অফিসের তালা ভেঙে ৪৩ লাখ টাকা চুরি

0
540

জাতীয় পার্টির (জাপা) বনানীর অফিসের তালা ভেঙে ৪৩ লাখ টাকা চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থল পরিদর্শন করছে পুলিশ।

মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে বনানী থানার উপপরিদর্শক (এসআই) মোখলেসুর রহমান বলেন, ‘ঘটনাস্থলে আমরা এসেছি। ভবনের সামনের গেটের তালা ঠিক আছে। তবে ভেতরের তালা ভাঙা। দু’জন গার্ড থাকে ভবনে। আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি।’

তবে জাতীয় পার্টি থেকে এখনও কেউ লিখিত অভিযোগ করেনি। তারা ফোনে জানিয়েছে বলে জানিয়েছেন তিনি।

বনানীর ১৭/এ সড়কের ৭৫ নম্বর বাড়িতে জাতীয় পার্টির কার্যালয়টি। এখানে অফিস করেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদ।

এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জাতীয় পার্টির চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর হোসেন অফিসটি পরিচালনা করেন। এখানে স্টাফদের বেতনসহ অন্যান্য খরচ তার কাছেই থাকে। তিনি যে কক্ষে অফিস করেন, সেখানে একটি লকার আছে। সেই লকারটি ভেঙে ৪৩ লাখ টাকা নিয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘রাতের কোনও এক সময় হয়তো চুরি হয়েছে। ঘটনাস্থলে পুলিশ এসেছিল। তারা পরিদর্শন করেছে। দু’জন গার্ডকে জিজ্ঞাসাবাদ করেছে। আমরা মামলা করার প্রস্তুতি নিচ্ছি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here