নিউইয়র্কে নর্থ ব্রঙ্কসের ইফতার মাহফিল

0
99

ধর্মীয় আমেজে অনুষ্ঠিত হয়েছে নিউইয়র্কে প্রবাসীদের অন্যতম সামাজিক সংগঠন বাংলাদেশি কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের ইফতার মাহফিল। ব্রঙ্কসের কারি অ্যান্ড কাবাব রেস্টুরেন্টে গত মঙ্গলবার অনুষ্ঠিত হয় এ মাহফিল। নানা শ্রেণী-পেশার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী যোগ দেন এ মাহফিলে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশী কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের সভাপতি সিরাজুল ইসলাম খান। শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটির নব নির্বাচিত সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন, রাজনগর উপজেলা উন্নয়ন পরিষদ অব নর্থ আমেরিকা’র সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, সংগঠনের কর্মকর্তা আবদুর রহিম, নজরুল ইসলাম খান, ফয়সাল আবেদীন সেলিম, তানিম চৌধুরী প্রমুখ।

ইফতার মাহফিলে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা ও দোয়া মুনাজাত পরিচালনা করেন মাওলানা হামিদুর রহমান আশরাফ। তিনি বলেন, রমজান মাসেই মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর ওপর পবিত্র কুরআন অবতীর্ণ হয়। আল্লাহর নৈকট্য লাভে রমজান মাসের গুরুত্ব অপরিসীম। কুরআন-হাদিসের নির্দেশিত পথে চলার মাধ্যমেই ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি লাভ সম্ভব।

সংগঠনের সাধারণ সম্পাদক মঞ্জুর চৌধুরী জগলুলের পরিচালনায় এবং বাঙালী কালচারাল এসোসিয়েশনের সভাপতি আনসার হোসাইন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট প্রবীন আইনজীবী মোহাম্মদ এন মজুমদার। বিশেষ অতিথি ছিলেন নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টে ৫২ প্রেসিঙ্কটের ডেপুটি ইন্সপেক্টর টমাস আলপস, মূলধারার সংগঠক হাসান আলী, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব সোলায়মান ভূইয়া। অতিথি হিসেবে আরো ছিলেন প্রবীণ সমাজ সেবক আবদুর রব দলা মিয়া, সিপিএ আহাদ আলী, এসেনসিয়াল হোম কেয়ারের ব্রঙ্কস শাখা ম্যানেজার জালাল চৌধুরী, কমিউনিটি এক্টিভিস্ট হাজী আবদুর রৌফ, আবদুল গাফ্ফার চৌধুরী খসরু, নুরে আলম জিকু, আমিনুল ইসলাস চুন্নু, সোহান আহমেদ টুটুল, হোসেন তজম্মুল, সামাদ মিয়া জাকের, এ ইসলাম মামুন, নুর উদ্দিন, কামাল উদ্দিন প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here