অভিনেত্রী পূর্ণিমার রোজার স্মৃতিচারণ

0
563

ছোটবেলায় রোজার অনেক স্মৃতি রয়েছে। এসব স্মৃতি সত্যিই অনেক মজার। শৈশবের সেই সোনালি দিনগুলো আমার খুব মনে পড়ে। এক মাস ধরে মা-খালারা রোজা রাখতেন। তাদের দেখাদেখি আমরাও রোজা রাখতাম। হয়তো সবসময় রাখতে পারতাম না।

কিন্তু এই যে দেখে দেখে শেখা এটা অনেক বড় পাওয়া। সাহরির সময় অন্যান্য দিনের চেয়ে একটু ভালো খাওয়ার বিষয়টি রমজান এলে বুঝতে পারতাম। আর শীতের সময় সেহরি খেতে ওঠতে কষ্ট হতো; তবুও বাসার সবাই সেহরি খেতেন।

অনেক সময় দেখতাম শীতের সময় মা সেহরির জন্য রান্না করা খাবার গরম করতেন। আবার দিন শেষে ইফতারের সময় হলে বাইরে থেকে সবাই বাসা চলে আসতেন। আসলে রমজান আমাদের শৃঙ্খলায় রাখত। এখনও সেই শৃঙ্খলা মধ্যেই আছি।

তবে ছোটবেলার রোজা মানেই অন্যরকম আনন্দ। ভাবতেও ভালো লাগে। বর্তমানে ছোটরা তো আমাদের সময়কার পরিবেশ পাচ্ছে না। অতিরিক্ত নগরায়ণে সবকিছুই হারিয়ে যাচ্ছে। এখন শৈশব বলতে আর কিছু থাকছে না ঐতিহ্যরূপে। সবকিছুই বাক্সবন্দি হয়ে গেছে মনে হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here