ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের সেই কর্মচারী লাপাত্তা

0
63

ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের কর্মচারী (পাসপোর্ট ও ভিসা উইং) দেলোয়ার হোসেন লাপাত্তা হয়েছেন ।

বউ পেটানোর মামলায় তাকে ১২ মে’র মধ্যে যুক্তরাষ্ট্র ত্যাগের নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি বাংলাদেশে ফিরে যাননি। আত্মগোপনে গিয়ে এসাইলামের আবেদন করেছেন। আর এক্ষেত্রে আরও অনেকের মতো তিনি তার স্ত্রীর সঙ্গেও শলাপরামর্শ করেছেন এসাইলামের প্লট রচনার অভিপ্রায়ে।

এ ব্যাপারে দূতাবাসের মিনিস্টার (প্রেস) শামীম আহমেদের সঙ্গে যোগাযোগ করলে তিনি এ সংবাদদাতাকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্টেট ডিপার্টমেন্টের শর্ত অনুযায়ী তিনি ঢাকায় ফিরে তার পুরনো কর্মস্থলে রিপোর্ট করেননি। তবে তিনি এখন কোথায় রয়েছেন সেটি আমরা জানি না।

কূটনীতিকদের এমন আচরণে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের ইমেজ আরেক দফা অবদমিত হলো বলে অনেকে মনে করছেন। কারণ, এই দেলোয়ার হোসেনের স্ত্রী নির্যাতিত হিসেবে স্বল্পতম সময়ে হয়তো গ্রিনকার্ড পাবেন অথবা দেলোয়ার হোসেন নিজেও এসাইলামের পরিক্রমায় উত্তীর্ণ হতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here