পুরো দলের উপরই চাপ থাকবে: হরভজন

0
89

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই শুরু হয়ে গেছে জল্পনা-কল্পনা। মতামত দিচ্ছেন ক্রিকেট বোদ্ধারা। ইতিমধ্যেই ফেভারিট কোন দল? সেমি ফাইনালে খেলতে পারে কোন কোন দেশ? এসব নিয়েই চলছে চর্চা।

আসন্ন বিশ্বকাপে বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারতীয় স্পিনার হরভজন সিংয়ের বাজি অবশ্য ভারত-ইংল্যান্ড। ভাজ্জির মতে, বিশ্বকাপ জয়ের দাবিদার ভারত ও আয়োজক ইংল্যান্ড।

২০১৯ বিশ্বকাপে ফেভারিট কারা? এই প্রশ্নের উত্তরে ভাজ্জি বলেন, “ভারত, ভারত এবং ইংল্যান্ড, আমি তাই মনে করি।”

১৯৮৩, ২০১১ সালের পর আবার বিশ্বকাপের ট্রফি ভারতে নিয়ে আসতে পারবে টিম ইন্ডিয়া। বিরাট কোহলির দলের ওপর পাহাড়প্রমাণ প্রত্যাশা ভারতীয় ক্রিকেটপ্রেমীদের।

এ প্রসঙ্গে হরভজন বলেন, “এটা বদলাচ্ছে। আগের থেকে এখন অবশ্য অনেক ভালো। কিন্তু তা স্বত্ত্বেও চাপ তো থাকবেই। শুধুমাত্র বিরাট কোহলির ওপর নয় গোটা দলের ওপরেই চাপটা থাকবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here