সরকারি গাড়িতে আগুন দেওয়া ব্যক্তিদের ব্যবস্থা হবে : ডিআইজি

0
68

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কে সরকারি গাড়িতে আগুন লাগানোর ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হাবিবুর রহমান।

মঙ্গলবার বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শনে এসে টাঙ্গাইলের রাবনা বাইপাস এলাকায় সাংবাদিকদের এ কথা জানান ডিআইজি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জিআইজি বলেন, যানজটের জন্য সিরাজগঞ্জের অংশে যদি কারও দায়িত্বে অবহেলা পাওয়া যায়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে।

হাবিবুর রহমান বলেন, মহাসড়কে যে যানজটের সৃষ্টি হয়েছে, সেটি সিরাজগঞ্জ জেলার নলকা ব্রিজের কারণে। ব্রিজ দিয়ে একটা করে গাড়ি পারাপার হচ্ছিল। এতে সড়কে গাড়ির চাপ বেড়ে গেছে। এছাড়া সিরাজগঞ্জের দিকে গাড়ি দ্রুত না যাওয়ায় সেতুতে আড়াই ঘণ্টা টোল আদায় বন্ধ ছিল। সবমিলিয়ে মহাসড়কের টাঙ্গাইলের অংশে যানজটের সৃষ্টি হয়েছে। আশা করছি, অল্প সময়ের মধ্যে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম, জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আহাদুজ্জামান মিয়া প্রমুখ।

উল্লেখ, ঢাকা-টাঙ্গাইল-বঙ্গন্ধুসেতু মহাসড়কে টাঙ্গাইলের অংশে যানজটে ক্ষুব্ধ হয়ে উত্তরবঙ্গগামী যাত্রীরা নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকনুজ্জামানের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার বিক্রমহাটিতে এ আগুন দেওয়ার ঘটনাটি ঘটে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here