মাত্র ৩৭ রান করলেই নতুন বিশ্বরেকর্ড গড়বেন কোহলি

0
551

আর মাত্র ৩৭ রান করলেই বিশ্বরেকর্ড করে ফেলবেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। ইতিমধ্যে দ্রুততম ব্যাটসম্যান হিসাবে ১১ হাজার রান করে রেকর্ড বুকে নাম তুলেছেন কোহলি। আজ ওল্ড ট্রাফোর্ডে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে ভারত। এই ম্যাচেই বিরাট কোহলির বিশ্বরেকর্ড গড়ার সম্ভাবনা রয়েছে। কাল মাত্র ৩৭ রান করলেই কোহলি নতুন রেকর্ড গড়বেন।

এই মুহূর্তে ১৯, ৯৬৩ আন্তর্জাতিক রানের মালিক কোহলি। অর্থাৎ আর ৩৭ রান করলেই কোহলি ২০ হাজার আন্তর্জাতিক রানের মালিক হবেন। বিশ্বের ১২তম ও ভারতের তৃতীয় ব্যাটসম্যান হিসাবে এই রেকর্ড গড়ার সামনে কোহলি। এর আগে ভারতের হয়ে শচীন টেন্ডুলকার ও রাহুল দ্রাবিড়ে এই রেকর্ডের মালিক।

এদিকে, কোহলি দ্রুততম হিসাবে ২০ হাজার আন্তর্জাতিক রানের মালিক হওয়ার সামনে। শচীন টেন্ডুলকার ও ব্রায়ান লারা ২০ হাজার আন্তর্জাতিক রানের মালিক হতে সময় নিয়েছিলেন ৪৫৩ ইনিংস। কোহলি সেখানে ৪১৬ ইনিংস খেলেছেন এখনও পর্যন্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here