বিদেশি টেলিভিশনে দেশীয় বিজ্ঞাপন প্রচার করলে জেল-জরিমান

0
94

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিদেশি টেলিভিশনে বিজ্ঞাপন প্রচার বন্ধ করার জন্য ক্যাবল অপারেটরদের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। সে সময় রবিবার (৩০ জুন) সম্পন্ন হয়েছে।

সোমবার থেকে বিদেশি টেলিভিশনে দেশীয় পণ্যের বিজ্ঞাপন প্রচার করলে এবং সরকারি অনুশাসন লঙ্ঘন করলে জেল-জরিমান করা হবে।

আজ সোমবার সচিবালয়ে সমসমায়িক বিষয় নিয়ে সাংবাদ সম্মেলনে একথা বলেন তথ্যমন্ত্রী।

তথ্যমন্ত্রী বলেন, সোমবার (১ জুলাই) থেকে মোবাইল কোর্টের মাধ্যমে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের নির্দেশনা দিয়েছে সরকার। মোবাইল কোর্ট এ ধরনের অপরাধে জন্য আইন অনুযায়ী সর্বোচ্চ ২ লাখ টাকা জরিমানা অথবা দুই বছরের জেল দিতে পারবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here