শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জেতা উচিত টাইগারদের : সুজন

0
55

সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন আগেই ভেঙে গেছে বাংলাদেশের। এবার ভাঙতে যাচ্ছে টাইগারদের চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানেরও। নিজেদের শেষ ম্যাচে আগামীকাল শুক্রবার মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। এই ম্যাচে বাংলাদেশেরই জয় দেখছেন দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন।

পাকিস্তানের চেয়ে বাংলাদেশের বর্তমান দল বেশি শক্তিশালী এবং শেষ ম্যাচটি বাংলাদেশেরই জেতা উচিত বলে জানিয়ে তিনি এক সাক্ষাৎকারে বলেন, আমরা স্থির বিশ্বাস করি, পাকিস্তানের চেয়ে ভালো দল আমাদের। তাদের চেয়ে ভালো ক্রিকেট খেলেছি আমরা। তাই শেষ ম্যাচটি আমাদের জেতা উচিৎ। জেতার সামর্থ্য রয়েছে আমাদের। জিতলে হয়তো পাঁচ নম্বরে থাকব। বিশ্বকাপে পঞ্চম হওয়াটাও ভালো অর্জন। পাকিস্তানকে হারাতে পারলে শেষটা ভালো হবে। জয় দিয়ে শুরু এবং জয় দিয়ে শেষ করতে পারব।

এদিকে, সকল হিসাব-নিকাশকে উড়িয়ে দিয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেছে ইংল্যান্ড। চতুর্থ দল হিসেবে নিউজিল্যান্ডেরও সেমিফাইনাল প্রায় নিশ্চিত। তবে পাকিস্তানেরও ক্ষীণ আশা এখনও বেঁচে আছে। কোনো অঘটন না হলে যেটা এক প্রকার অসম্ভব। ৯ ম্যাচে নিউজিল্যান্ডের পয়েন্ট ১১। এক ম্যাচ কম খেলা পাকিস্তানের পয়েন্ট ৯। কিন্তু নিউজিল্যান্ডের নেট রান রেটের (+০.১৭৫) চেয়ে ঢের পিছিয়ে পাকিস্তানিরা (-০.৭৯২)।

শেষ ম্যাচে বাংলাদেশের কাছে শুধু জয় পেলে হবে না, সেমিফাইনালে উঠতে গেলে রীতিমতো অসাধ্যসাধন করতে হবে পাকিস্তানকে। তবে ক্রিকেট বোদ্ধাদের মতে, টাইগারদের যে ফর্ম তাতে শেষ ম্যাচে বাংলাদেশের কাছে পাকিস্তানের হারার সম্ভাবনাই বেশি।

তা সেমিতে উঠতে কী করতে হবে পাকিস্তানকে? প্রথমে ব্যাট করে ৪০০ রান তুললে বাংলাদেশকে ৮৪ রানে অলআউট করে ৩১৬ রানে হারাতে হবে। সাড়ে চারশ’ তুলতে পারলে বাংলাদেশকে হারাতে হবে ৩২১ রানে। যা কার্যত অসম্ভব। সেক্ষেত্রে চতুর্থ দল হিসেবে নিউজিল্যান্ডের সেমিফাইনাল অনেকটা নিশ্চিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here