দাউদ ইব্রাহিম পাকিস্তানেই রয়েছে, দাবি যুক্তরাষ্ট্রের

0
111

মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করেছে, মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী ও মাফিয়া ডন দাউদ ইব্রাহিম পাকিস্তানেই রয়েছে। ব্রিটেনের লন্ডন আদালতকে দেওয়া এক রিপোর্টে এই তথ্যের কথা উল্লেখ করেছে ওয়াশিংটন৷ তবে পাকিস্তান বরাবরই বলে এসেছে তাদের দেশে দাউদ নেই৷

মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেনের আদালতকে জানিয়েছে, করাচিতে নিজের সাম্রাজ্য বানিয়েছে কুখ্যাত এই ডন৷ দাউদের ডান হাত জাবির মোতির প্রত্যর্পণের মামলার শুনানি চলছিল লন্ডনের এই আদালতে৷ তখনই এক বয়ানে এই তথ্য তুলে ধরে মার্কিন যুক্তরাষ্ট্র৷

৫১ বছরের জাবির স্কটল্যাণ্ড ইয়ার্ডের হাতে গত বছর গ্রেফতার হয়৷ সোমবার থেকে ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেট কোর্টে সেই মামলা শুরু হয়৷

লন্ডনে দাউদের আর্থিক লেনদেনের হিসাবরক্ষক হিসেবে কাজ করত জাবির৷ জানা যায়, মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা থেকে আসা দাউদের আর্থিক লেনদেন দেখত সে৷ পাশাপশি ড্রাগ পাচার, বেআইনি অস্ত্র পাচারের দিকটিও সামাল দিত৷ দাউদের স্ত্রী মেহেজবিনের সঙ্গে যোগাযোগ ছিল জাবিরের৷ বর্তমানে পাকিস্তানের অভিজাত ক্লিফটন এলাকায় দাউদের সঙ্গে থাকে মেহেনজিব৷

দিল্লি বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছিল দাউদ ঘনিষ্ঠ ফারুখ টাকলাকে৷ তাকে জিজ্ঞাসাবাদ করেও পাক মাটি ব্যবহার করে দাউদের বসবাসের একাধিক প্রমাণ পেয়েছিল ভারত৷ ২০১৪ সালে দাউদ সংক্রান্ত এইসব তথ্য পাকিস্তানের হাতে তুলে দেয় ভারত৷ তবে বারবারই ইসলামাবাদের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here