নিষিদ্ধ হতে পারেন মেসি!

0
68

কোপা আমেরিকা ফুটবলে তৃতীয় স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করেছে আর্জেন্টিনা। শনিবার দিনগত রাতে স্থান নির্ধারণী ম্যাচে চিলিকে ২-১ গোলে হারিয়েছে আলবিসেলেস্তারা। এই ম্যাচে ফুটবল ক্যারিয়ারে প্রথমবারে মতো লাল কার্ড দেখেছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। যদিও সিদ্ধান্তটি ছিল বিতর্কিত।

এদিন চিলির গ্যারি মেডেলের সঙ্গে ধাক্কাধাক্কির জেরে লাল কার্ড পান মেসি। এ ঘটনার পর আয়োজক ব্রাজিল এবং ম্যাচ রেফারিদের ‘দুর্নীতিপরায়ণ’ হিসেবে অভিযুক্ত করেন লিওনেল মেসি। ল্যাটিন আমেরিকার ফুটবল কর্তৃপক্ষ কনমেবলকেও দুষেছেন তিনি। এর ফলে তিনি দুই বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন।

কনমেবলের গভর্নিং বডি বিষয়টি নিয়ে আলোচনার পর মেসির ব্যাপারে সিদ্ধান্ত দেবে। এ নিষেধাজ্ঞা দেওয়া হলে ২০২২ কাতার বিশ্বকাপের বাছাইপর্ব এবং ঘরের মাঠেও ২০২০ সালের কোপা আমেরিকা খেলা হবে না মেসির।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here