রাজধানীর খামারবাড়িতে বোমাসদৃশ বস্তু উদ্ধার

0
639

বাংলা খবর ডেস্ক: রাজধানীর সংসদ ভবনসংলগ্ন খামারবাড়ি এলাকা থে‌কে উদ্ধার হওয়া বোমাসদৃশ বস্তুগুলো আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে নিষ্ক্রিয় করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে মানিক মিয়া এভিনিউর পাশের খামারবাড়ি চত্বরে বোমাসদৃশ বস্তু দেখতে পেয়ে পুলিশকে খবর দেন মেট্রোরেল প্রকল্পের কর্মীরা। পরে পু‌লি‌শের বম্ব ডিস‌পোজাল ইউনিটের সদস্যরা গিয়ে সেগুলো নিষ্ক্রিয় করে দেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বোমা যেভাবে নিষ্ক্রিয় করা হয়, সেভাবেই বস্তুগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। এখন এর আলামত সংগ্রহ করে পরীক্ষা করা হবে। তার পরেই জানা যাবে, এগুলো প্রকৃতপক্ষে বোমা কি না।

তবে পুলিশের ধারণা, কেউ হয়তো আতঙ্ক তৈরির জন্য এগুলো সেখানে রেখে দেয়।

এদিকে, রাজধানীর পল্টন মোড়ের ট্রাফিক বক্সের পাশ থেকে মঙ্গলবার রাতে একটি বোমা উদ্ধার করেছে পুলিশ। মধ্যরাতের পর বোমাটি নিষ্ক্রিয় করা হয়।

বুধবার সকালে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান গণ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, গতকাল রাত ১১টার পর পল্টন মোড়ের ট্রাফিক বক্সের পাশে পুলিশ সদস্যরা একটি বোমাসদৃশ বস্তু দেখতে পান। একটি কার্টনের ভেতরে তারযুক্ত বস্তুটি দেখা যায়। পরে পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা বোমাটি নিষ্ক্রিয় করে দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here