মিরপুরে অলস্টার এশিয়া-বিশ্ব একাদশ ম্যাচ

0
67

বাংলা খবর ডেস্ক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী স্মরণীয় করে রাখতে বড় উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বের সেরা ক্রিকেটারদের নিয়ে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করতে যাচ্ছে তারা। এতে মিলছে আইসিসির স্বীকৃতিও।

বুধবার বিসিবিপ্রধান নাজমুল হাসান পাপন জানান, ২০২০ সালের ১৮ থেকে ২১ মার্চের মধ্যে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অলস্টার এশিয়া ও বিশ্ব একাদশ দুটি টি-টোয়েন্টি খেলবে।

অলস্টার এশিয়া দলে খেলবেন ভারত, পাকিস্তান, শ্রীলংকা, আফগানিস্তান ও বাংলাদেশের ক্রিকেটাররা। বিশ্ব একাদশে খেলবেন বাকি বিশ্বের ক্রিকেটাররা। এটি একটু ভিন্ন রকমের আয়োজন।

তবে দুই ম্যাচের জন্য বাকি সব বোর্ডের আপত্তি না থাকায় মিলতে যাচ্ছে আন্তর্জাতিক স্বীকৃতিও। যদিও এ দুই দলে যারা খেলবেন, তাদের কারা নির্বাচন করবে তা এখনও চূড়ান্ত হয়নি বলে জানান বোর্ডপ্রধান।

১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম নেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ২০২০ সালে স্বাধীন বাংলাদেশের স্থপতির জন্মের ১০০ বছর পূর্তি হবে। এ উপলক্ষে বছরজুড়ে নানা আয়োজন করতে যাচ্ছে বিসিবি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here