পাঁচ উইকেট হারিয়ে ধুকছে বাংলাদেশ

0
472

বাংলা খবর ডেস্ক: বিশ্বকাপে মাশরাফির নেতৃত্বে খেলে আসা দুর্ধর্ষ বাংলাদেশকে খুঁজে পাওয়া যাচ্ছে না শ্রীলঙ্কা সফরে। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই আউট হয় সৌম্য সরকার। নুয়ান প্রদীপের ফুলটসে ক্রস ব্যাটে খেলে লেগ বিফোরের শিকার হন তিনি। এরপর বোল্ড হয়েছেন ওপেনার তামিমও। দলকে ভরসা দিতে পারেননি তিনে নামা মোহাম্মদ মিঠুন। ব্যর্থ হয়ে ফেরেন মাহমুদুল্লাহও। রান আউট হন সাব্বির রহমান।কন্ডিশন ব্যাটিং সহায়ক হলেও শুরুতে তাই বিপাকে টাইগাররা।

বাংলাদেশ ২৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ৮৪ রানে ব্যাট করছে। মুশফিকুর রহিম ১৭ রানে ক্রিজে আছেন। মুশফিকের সঙ্গী হয়েছেন মোসাদ্দেক।

তামিম ইকবাল ১৯ রানে আউট হয়েছেন। সৌম্য সরকার ১১ রান করে ফিরেছেন। তিনে নামা মোহাম্মদ মিঠুন আউট হয়েছেন ১২ রান করে। মাহমুদুল্লাহ আকিলা ধনাঞ্জয়ার বলে ৬ করে বোল্ড হন। সাব্বির আউট হন ১১ রানে।

বাংলাদেশ-শ্রীলংকা দু’রকম চ্যালেঞ্জ নিয়ে খেলছে। বাংলাদেশ দলের চ্যালেঞ্জ সিরিজে ফেরা। শ্রীলংকার বিপক্ষে কখনো সিরিজ জেতা হয়নি টাইগারদের। প্রথম ম্যাচ হারের পর দ্বিতীয় ম্যাচে তাই ঘুরে দাঁড়াতে হবে তামিমদের। আর শ্রীলংকা ৪৪ মাস ঘরের মাঠে সিরিজ জিততে পারেনি।

বাংলাদেশ একাদশে এক পরিবর্তন এনেছে। রুবেল হোসেনকে বসিয়ে বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলামকে দলে নেওয়া হয়েছে। শ্রীলংকা দলে এক পরিবর্তন অবধারিত ছিল। লাসিথ মালিঙ্গার জায়গায় ফিরেছেন পেসার ইসুরু উদানা। আর থিসারা পেরেরার জায়গায় স্পিনার আকিলা ধনাঞ্জয়া দলে ফিরেছেন।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মেহেদি মিরাজ, শাফিউল ইসলাম, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

শ্রীলংকা একাদশ: দিমুথ করুনারত্নে, কুশল পেরেরা, আভিস্কা ফার্নান্দো, কুলশ পেরেরা, অ্যাঞ্জেল ম্যাথুস, লাহিরু থিরিমান্নে, ধনাঞ্জয়া ডি সিলভা, আকিলা ধনাঞ্জয়া, ইসুরু উদানা, নুয়ান প্রদীপ, লাহিরু কুমারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here