ঈদ যাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

0
66

বাংলা খবর ডেস্ক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। কমলাপুরসহ রাজধানীর ৫ স্থান থেকে একযোগে সোমবার সকাল ৯টায় এ টিকিট বিক্রি হয়, চলবে বিকাল ৪টা পর্যন্ত। এদিন দিন দেওয়া হচ্ছে আগামী ৭ আগস্টের টিকিট। আর মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট বিক্রি শুরু হয়েছে সকাল ৬টা থেকে।

একজন সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। জাতীয় পরিচয়পত্র দেখিয়ে টিকিট নিতে হবে।

অগ্রিম টিকিট বিক্রি চলবে ২ আগস্ট পর্যন্ত। এছাড়া ঈদ শেষে ট্রেনে ঢাকায় ফেরার টিকিট বিক্রি শুরু হবে আগামী ৫ আগস্ট থেকে। আর তা চলবে ৯ আগস্ট পর্যন্ত।

জানা গেছে, আগামী ৩০ জুলাই ৮ আগস্টের, ৩১ জুলাই ৯ আগস্টের, ১ আগস্ট ১০ আগস্টের এবং ২ আগস্ট ১১ আগস্টের অগ্রিম টিকিট দেওয়া হবে। এবার ঢাকার পাঁচটি স্থান থেকে অগ্রিম টিকিট বিক্রি হবে। এগুলো কমলাপুর স্টেশন, বিমানবন্দর স্টেশন, বনানী স্টেশন, তেজগাঁও স্টেশন এবং ফুলবাড়িয়া স্টেশন।

অন্যদিকে, ৫ আগস্টে দেওয়া হবে ১৪ আগস্টের ফিরতি টিকিট, ৬ আগস্ট ১৫ আগস্টের, ৭ আগস্ট ১৬ আগস্টের, ৮ আগস্ট ১৭ আগস্টের আর ৯ আগস্ট ১৮ আগস্টের টিকিট দেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here