নগর ভবনের সামনে বাসদের বিক্ষোভ বুধবার

0
224

বাংলা খবর ডেস্ক: মশা নিধনে ব্যার্থ ঢাকা সিটির দুই মেয়র। তাদের ব্যর্থতার প্রতিবাদ এবং ডেঙ্গুর কবল থেকে নগরবাসীকে রক্ষায় কার্যকর উদ্যোগ নেয়ার দাবিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নগর ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ।

মঙ্গলবার দলটির ঢাকা মহানগর শাখার আহ্বায়ক বজলুর রশীদ ফিরোজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘৩১ জুলাই (বুধবার) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ শেষে মিছিলসহকারে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কার্যালয় নগর ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগরে ডেঙ্গু মহামারি রূপ ধারণ করায় হাজার হাজার নগরবাসী আক্রান্ত হয়ে মৃত্যুমুখে পতিত হচ্ছে। মশা নিধনে মেয়রদের ব্যর্থতার প্রতিবাদে এবং ডেঙ্গুর কবল থেকে নগরবাসীকে রক্ষায় কার্যকর উদ্যোগ নেয়ার দাবিতে এই বিক্ষোভ অনুষ্ঠিত হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here