ডেঙ্গু প্রতিরোধ ও বন্যার্তদের পাশে নেই বিএনপি: ওবায়দুল কাদের

0
59

বাংলা খবর ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যারা সব দিক দিয়ে ব্যর্থ তারাই জরুরি অবস্থা জারির দাবি করে।

মন্ত্রী বলেন, তারা (বিএনপি) ডেঙ্গু প্রতিরোধে নেই, বন্যার্তদের পাশে নেই। তারা বলছে জরুরি অবস্থা জারি করতে। আমরা বলছি তারা যে সংকটে আছে তাদেরকে উদ্ধারের জন্য জরুরি অবস্থা দরকার।

শনিবার (৩ আগস্ট) সকালে রাজধানীর ফার্মগেটে ডেঙ্গু সচেতনতামূলক এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ডেঙ্গু নিয়ন্ত্রণে মনিটরিং সেল গঠন করা হচ্ছে। তার নির্দেশে যতদিন আমরা পরিষ্কার বাংলাদেশ, ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গড়তে না পারবো ততদিন পর্যন্ত আমাদের লড়াই চলবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here