কাশ্মীরেই উড়বে ভারতের পতাকা!

0
74

বাংলা খবর ডেস্ক: কেন্দ্র সরকারের হাত ধরে কাশ্মীর ভারতের হয়েছে। সোমবার সকালেই কাশ্মীর থেকে প্রত্যাহার করা হয়েছে ৩৭০ ধারা। এদিনের প্রস্তাবে বলা হয়েছে, কাশ্মীরের লাদাখ ডিভিশনে বহু মানুষ বাস করেন। তারা খুব দুর্গম জায়গায় বসবাস করেন।

তাই তাদের অনেক দিনের দাবি, যাতে লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়। তাই লাদাখকে কেন্দ্র শাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হবে, সেখানে কোনও বিধানসভা থাকবে না।

এদিন সংসদে দাঁড়িয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, উন্নয়নের জন্যই কাশ্মীরের ক্ষেত্রে এই সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার। এবার আক্ষরিক অর্থেই জম্মু কাশ্মীর ভারতের অংশ বলে উল্লেখিত থাকবে।

৩৭০ ধারা কাশ্মীর থেকে প্রত্যাহার করার ফলে বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে। পরিবর্তনগুলো হলো-

১. ৩৭০ ধারা প্রত্যাহারের ফলে জম্মু, কাশ্মীর ও লাদাখে সাধারণ আইন প্রতিষ্ঠিত হবে, যা দেশের বাকি রাজ্যগুলোতে প্রতিষ্ঠিত।

২. জম্মু, কাশ্মীর ও লাদাখে এবার থেকে জমি বা বাড়ির মত সম্পত্তি কিনতে পারবেন দেশের অন্যান্য প্রান্তের যে কোনও ব্যক্তি।

৩. কাশ্মীরে এবার সরকারি চাকরি করতে পারবেন অন্য রাজ্য থেকে আসা মানুষও।

৪. জম্মু, কাশ্মীর ও লাদাখের নারীরা অন্য রাজ্যের বাসিন্দাকে বিয়ে করলে, তার অধিকার হারাবেন না।

৫. জম্মু কাশ্মীরের জন্য কোনও আলাদা পতাকা থাকবে না। এবার থেকে ভারতের জাতীয় পতাকায় চলে এলো জম্মু কাশ্মীর।

৬. ৩৭০ ধারা প্রত্যাহারের ফলে এবার থেকে জম্মু, কাশ্মীর, লাদাখের প্রতিরক্ষা, পররাষ্ট্র নীতি, অর্থ ও যোগাযোগ সংক্রান্ত ক্ষেত্রে কেন্দ্র সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত হবে।

৭. কেন্দ্রের হাতে এবার কাশ্মীরে আর্থিক জরুরি অবস্থা জারির ক্ষমতা এলো।

উল্লেখ্য, গত রবিবার রাত থেকেই চূড়ান্ত সতর্কতা নেয়া হয়েছিল কাশ্মীর ঘিরে। রবিবার মধ্যরাতে হঠাৎ করেই গৃহবন্দি করা হলো দুবারের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এবং ওমর আবদুল্লাকে। শুধু তাই নয়, গৃহবন্দি হলেন প্রাক্তন বি‌ধায়ক সাজ্জাদ লোনও। গ্রেফতার করা হয় সিপিএম নেতা ইউসুফ তারিগামি এবং কংগ্রেস নেতা উসমান মজিদকে। হঠাৎ করে কেন এমন সিদ্ধান্ত সরকারের তা নিয়ে আরও জল্পনা-আতঙ্ক তৈরি হয়।

এরপরেই উপত্যকাজুড়ে জারি করা হয় ১৪৪ ধারা। অনির্দিষ্টকালের জন্য জারি করা হয় কারফিউ। আগামী নির্দেশ দেয়া না পর্যন্ত কারফিউ জারি থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়। কোনও জায়গায় জমায়েত দেখলেই প্রশাসনকে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here