দিল্লি যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী, বুধবার অমিত শাহর সঙ্গে বৈঠক

0
57

বাংলা খবর ডেস্ক: বাংলাদেশ ও ভারতের অভ্যন্তরীন বেশ কিছু বিষয় নিয়ে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সপ্তম বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। বুধবার (৭ আগস্ট) ভারতের রাজধানী নয়াদিল্লিতে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নেতৃত্বে বাংলাদেশের ১৬ সদস্যের একটি প্রতিনিধিদল বৈঠকে যোগ দিতে মঙ্গলবার ঢাকা ত্যাগ করবে।

বাংলাদেশ প্রতিনিধিদল এদিন স্থানীয় সময় বেলা ১টা ৩০ মিনিটে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

দিল্লিতে অনুষ্ঠেয় স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এ বৈঠকে আন্তঃসীমান্ত নিরাপত্তা, সীমান্তে চোরাচালান ও সীমান্ত ব্যবস্থাপনাসহ বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

৮ আগস্ট বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে। দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ষষ্ঠ বৈঠকটি গত বছরের অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here