এতো ছোট ল্যাপটপ!

0
51

বাংলা খবর ডেস্ক: দিন দিন নতুন নতুন আবিস্কারে সবকিছুই যেন ছোট হচ্ছে। সহজে বহনযোগ্য করতেই এই প্রচেষ্টা। ল্যাপটপের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। তবে এতো ছোট ল্যাপটপ কখনো হবে তা কী কেউ ভেবেছে?

পল ক্লিঞ্জার নামের এক ব্যক্তি বানিয়েছেন একটি বিশেষ ল্যাপটপ যা আইবিএমের থিঙ্কপ্যাডের চেয়েও ছোট। ক্লিঞ্জারের এই ল্যাপটপে মাত্র ০.৯৬ ইঞ্চি স্ক্রিন দেওয়া হয়েছে। এই ছোট ল্যাপটপে থিঙ্কপ্যাডের মতো কিপ্যাডের মাঝখানে একটি লাল রঙের ট্র্যাকপয়েন্ট স্টাইলের কার্সার কন্ট্রোলার রয়েছে।

এই ল্যাপটপে ১২৮×৬৪ পিক্সেলের ওএলইডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এরসাথে এই ছোট ল্যাপটপে এটিনি-১৬১৪ মিনি কন্ট্রোলার আছে।

এই ল্যাপটপে দেওয়া হয়েছে ৩০০ এমএএইচ ব্যাটারি। এর ব্যাটারি রিচার্জেবল। এর সঙ্গে টিপি-৫৪০০ ব্যাটারি চার্জার দেওয়া হয়েছে। ল্যাপটপটির বিশেষ দিক হলো- এতে আপনি গেমও খেলতে পারবেন।

ক্লিঞ্জার এই মিনি ল্যাপটপ থিংকটিনি বানাতে এক সপ্তাহ সময় নিয়েছে। ক্লিনজার জানিয়েছে এর কম্পোনেন্টস এর জন্য ৭০ ডলার এবং কাস্টম প্রিন্টেড সার্কিট বোর্ডের জন্য ১৫ ডলার খরচ হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here