মাহি ও তার স্ত্রীকে দুদকের জিজ্ঞাসাবাদের নতুন দিন ধার্য

0
76

বাংলা খবর ডেস্ক: বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী ও তার স্ত্রী আশফাহ হকের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার ও অবৈধ সম্পদের অভিযোগ অনুসন্ধানে আগামী ২৫ আগস্ট তাদের জিজ্ঞাসাবাদের জন্য নতুন দিন ধার্য করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত রবিবার তাদের সময় আবেদনের প্রেক্ষিতে বুধবার এ কথা জানায় দুদক।

এর আগে, বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব, মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাহী বি চৌধুরী ও তার স্ত্রী আশফাহ হকের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে ৭ আগস্ট জিজ্ঞাসাবাদের জন্য তলব করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর অংশ হিসেবে ২৯ জুলই নোটিশ পাঠানো হয়। আজ ৭ আগস্ট তাদের দু’জনকে জিজ্ঞাসাবাদ করার কথা ছিল। কিন্তু তাদের পক্ষে রবিবার দুদকের অনুসন্ধানকারী কর্মকর্তা উপপরিচালক জালাল উদ্দিনের কাছে সময়ের আবেদন পাঠানো হয়।

দুদকে হাজির হতে দেয়া সময়ের আবেদনে মাহি ও তার স্ত্রী বলেছেন, ব্যক্তিগত কাজে তারা ব্যস্ত থাকায় ওই দিন (৭ আগস্ট) দুদকে হাজির হতে পারবেন না। এজন্য তারা সময় চান। তাদের সেই আবেদনের প্রেক্ষিতে নতুন দিন ধার্য করেছে দুদক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here