ডিসিতে জাতীয় শোক দিবসের সভায় নতুন প্রজন্মের অঙ্গিকার

0
651

বাংলা খবর ডেস্ক: আমেরিকায় বেড়ে উঠা প্রজন্মের বক্তব্যে ‘জাতীয় শোক দিবস’র অনুষ্ঠানে উপস্থিত সকলে আবেগাপ্লুত হয়ে পড়েন। এ সময় দশম গ্রেডের ছাত্রী অনামিত্রা বড়ুয়া পঁচাত্তরের ১৫ আগস্ট রাতে সপরিবারে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যার সাথে জড়িতদের প্রতি ধিক্কার জানানোর পাশাপাশি এমন জঘন্য অপকর্মে মদদদাতাদেরকেও চিহ্নিত করার আহবান জানায়।

একাদশ গ্রেডের ছাত্র শেখ শেফালদিন সেলিম এবং জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির ছাত্র নুরান চোধুরীও অভিন্ন ভাষায় বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা এবং তার নেতৃত্বে বাঙালি জাতির উত্থানের ইতিবৃত্ত মার্কিন মুল্লুকে আরো জোরালোভাবে প্রচারণায় বন্ধু-সহকর্মীদের নিয়ে কাজ করার অঙ্গিকার করে।

রবিবার ওয়াশিংটন মেট্রো এলাকায় এ সভা যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশন, ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগ, ম্যারিল্যান্ড স্টেট আওয়ামী লীগ, বৃহত্তর ওয়াশিংটন আওয়ামী যুবলীগ, বৃহত্তর ওয়াশিংটন ছাত্রলীগের সম্মিলিত উদ্যোগে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ম্যারিল্যান্ড স্টেট আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম এবং বৃহত্তর ওয়াশিংটন আওয়ামী যুবলীগের সভাপতি দেওয়ান আরশাদ আলী বিজয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ড. খন্দকার মনসুর। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (পলিটিক্স) নুরল ইসলাম, বঙ্গবন্ধু ফাউন্ডেশন বৃহত্তর ওয়াশিংটনের সভাপতি শাহ আলম মজুমদার। প্রধান বক্তা ছিলেন কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আনিসুর রহমান মিঠু।

বিশেষ বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সাংগঠনিক সম্পাদক দস্তগির জাহাঙ্গীর। আরোও বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক শামীম চৌধুরী, সহ-সভাপতি মোহাম্মদ আলমগীর, বৃহত্তর ওয়াশিংটন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, আলাউদ্দিন আহমেদ, ভার্জিনিয়া  স্টেট আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ।

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন মোস্তাফিজুর রহমান, গীতা পাঠ করেন কোমল কান্তি বনিক, ত্রিপিটক পাঠ করেন জীবক কুমার বড়ুয়া।

তারপর ১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারসহ সকল শহীদের আত্মার প্রতি সম্মান জানাতে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here