সরকারি প্রাইমারি স্কুলের পাশে নতুন কোন প্রতিষ্ঠান নয়

0
115

বাংলা খবর ডেস্ক: সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর পাশে নতুন কোনো শিক্ষাপ্রতিষ্ঠান যেন গড়ে না ওঠে, সে জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।

সোমবার প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক (পলিসি ও অপারেশন) খান মো. নুরুল আমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়। সংশ্লিষ্ট থানা/উপজেলা এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের এ বিষয়ে নজরদারি বৃদ্ধির নির্দেশ দেয়া হয়েছে।

একাদশ জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৪ জুলাই বৈঠকে এ সংক্রান্ত সিদ্ধান্ত হয়। সিদ্ধান্তে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর পাশে যাতে নতুন কোনো শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠতে না পারে সেজন্য থানা বা উপজেলা এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের নজরদারি বৃদ্ধির নির্দেশ দেয়া হয়েছে।

প্রসঙ্গত, বর্তমানে সারাদেশে ৬৬ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক কোটি ৪০ লাখ শিক্ষার্থী পড়ালেখা করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here