ভালো পেসারের খোঁজে ল্যাঙ্গাভেল্ট

0
77

বাংলা খবর ডেস্ক: ইংল্যান্ড বিশ্বকাপে বাংলাদেশকে বেশি ভুগতে হয়েছে পেস বোলিং নিয়ে। সদ্য বাংলাদেশ দলের পেস বোলিং কোচের দায়িত্ব নেওয়া সাবেক দক্ষিণ আফ্রিকান পেসার চার্ল ল্যাঙ্গাভেল্ট তাই দায়িত্ব নিয়েই জানালেন ভালো পেসার খুঁজে বের করার পরিকল্পনার কথা।

ল্যাঙ্গাভেল্ট মনে করেন, পেসারদের জন্য পেস বান্ধব উইকেট তৈরি করা প্রয়োজন। সেই সম্ভবনাও রয়েছে বাংলাদেশে। ল্যাঙ্গাভেল্ট বলেন, ‘স্পিন সহায়ক উইকেটে ভালো পেস বোলিং করা খুবই কঠিন চ্যালেঞ্জ। তবে বোলিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো লাইন-লেন্থ বজায় রাখা।

ল্যাঙ্গাভেল্টের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বিদেশের মাটিতে ভালো বল করতে পারে এমন পেসার খুঁজে বের করা। তিনি বলেন, ‘আমার জন্য সবচেয়ে কঠিন কাজ হলো সেই সব পেসারদের খুঁজে বের করা যারা বিদেশের মাটিতে ভালো বল করতে পারে। অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার মতো দেশ, যেখানে সাধারণত বোলিং পিচ বানানো হয়, সেখানে পেসাররা কার্যকর ভূমিকা রাখতে পারবে। ভারতের দিকে তাকালে দেখবেন তাদের তিনজন পেসার রয়েছে, যারা অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মতো দলকে হারিয়ে দিতে ভূমিকা রাখে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here