মুক্তিযুদ্ধে পাকিস্তানের পরাজয় মানতে পারিনি দোসররা: শাওন

0
130

বাংলা খবর ডেস্ক: যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন এমপি বলেছেন, মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানের পরাজয় মেনে নিতে পারেনি তাদের দোসররা। তাই দেশি-বিদেশী চক্রান্তে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে হত্যা করে। বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশ অনেক আগেই উন্নত সমৃদ্ধ দেশ হতো। দেশ এগিয়ে যাক পরাজিত শক্তি তা চায়নি।

রবিবার দুপুরে রাজধানীর সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, জাতির পিতার হত্যাকারী ৬ জন আত্মস্বীকৃত খুনি বিদেশে পলাতক রয়েছে। যেসব দেশে আশ্রয় নিয়ে আছে, সেসব দেশের সরকার ও রাষ্ট্র প্রধানদের অনুরোধ করবো, আপনারা খুনিদের ফিরিয়ে দিন। আপনারা নিজেরা মানবাধিকারের কথা বলে আত্মস্বীকৃত খুনিদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন। তাদেরকে আমাদের হাতে তুলে দিন।

তিনি বলেন, সরকার কূটনৈতিক তৎপরতায় পলাতক খুনিদের ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিত করা হবে। অধ্যক্ষ শেখ জুলহাস উদ্দিনের সভাপতিত্বে ছাত্র উপদেষ্টা দেওয়ান আলিমুদ্দিন শিশির, ছাত্রলীগের সভাপতি আশরাফুল হাসান সরকার লিনাজ প্রমুখ বক্তৃতা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here