বড় ধাক্কা খেল বাংলাদেশ

0
535

বাংলা খবর ডেস্ক: জিতলে নিশ্চিত হয়ে যেতো ফাইনাল। সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবল চ্যাম্পিয়নশিপে নিজেদের তৃতীয় ম্যাচে বড় ধাক্কা খেলো বাংলাদেশ দল। মঙ্গলবার নেপালের কাছে তারা উড়ে গেছে ৪-১ গোলে। প্রথম দুই ম্যাচে ভুটান ও শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারানোর পর নেপালের কাছে এই পরাজয় বাংলাদেশের ফাইনালে ওঠার রাস্তা অনেকটাই কঠিন করে দিল।

রাউন রবিন লীগ পদ্ধতির টুর্নামেন্টে তিন ম্যাচ শেষে বাংলাদেশ এখন দ্বিতীয় অবস্থানে আছে শুধুমাত্র গোল ব্যবধানে এগিয়ে থেকে। নেপাল ও বাংলাদেশ দুই দলেরই পয়েন্ট ৬। নেপালের শেষ ম্যাচ ভুটানের সঙ্গে। নাটকীয় কিছু না হলে ওই ম্যাচে জয় পাওয়ার কথা নেপালের। সে ক্ষেত্রে ফাইনালে উঠতে হলে শক্তিশালী ভারতকে হারাতে হবে বাংলাদেশকে।

টানা তিন জয়ে ভারত এরই মধ্যে অনূর্ধ্ব-১৫ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করে ফেলেছে। তিন ম্যাচে তারা প্রতিপক্ষকে দিয়েছে মোট ১৭ গোল, বিপরীতে হজম করেনি একটিও।

নেপালের কাছে এর আগে অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্ট তিনবার হেরেছিল বাংলাদেশের কিশোররা। চতুর্থ দেখাতেও ইতিহাস বদলালো না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here