মহাকাশ ছেড়ে এবার গভীর সমুদ্র অভিযানে নাসা

0
111

বাংলা খবর ডেস্ক: মঙ্গলগ্রহে অভিযান সফল করার জন্য গভীর সমুদ্রে অভিযান শুরু করল নাসার মহাকাশচারীরা। নাসার ২২জন সদস্যের একটি টিম গভীর সমুদ্রে অভিযান করে। এই বিশেষ টিমের মধ্যে রয়েছেন একজন বিশ্ববিদ্যালয়ের প্রফেসরও। স্পেসে থাকার জন্য প্রয়োজনীয় সমস্ত কিছুই পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হবে এই বিশেষ গভীর সমুদ্র অভিযানে।

মহাকাশে পদচারণা, স্পেস কমিউনিকেশনের ক্ষেত্রে যে সময় লাগবে সেটিও বিচার বিবেচনা করে দেখা হবে এই বিশেষ অভিযানে৷ এছাড়াও বিশেষ কেটোজেনিক ডায়েটের কি প্রভাব পড়তে পারে এই নাসার মহাকাশচারীদের উপর সেটিও পরীক্ষা করে দেখা হবে।

নাসার প্রকাশিত একটি বিশেষ রিপোর্ট অনুযায়ী, আটলান্টিক মহাসাগরে আগামী কয়েকমাসের মধ্যেই শুরু হবে এই বিশেষ অভিযান৷ সমুদ্রের তলায় কাজ করার অভিজ্ঞতা মহাকাশে কাজ করার মতনই বলে জানাচ্ছেন নাসার বিজ্ঞানীরা৷

তবে, এই মিশনের ক্ষেত্রে বিশেষ জোড় দেওয়া হয়েছে ডায়েটের উপর। এই বিশেষ ডায়েট শরীরের সমস্ত ফ্যাট বার্ন করতে সক্ষম। এই বিশেষ ডায়েট শরীরে একটি সঠিক মেটাবলিক রেট ধরে রাখতে সক্ষম। আর সেটি ডিএনএ-কে রক্ষা করতেও সহায়তা করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here