নাগরিক সেবা নিয়ে কাউন্সিলরদের তোপের মুখে সাংবাদিকরা

0
77

বাংলা খবর ডেস্ক: মশা নিধন, ভাঙ্গা রাস্তাসহ নানা নাগরিক সেবা নিয়ে প্রশ্ন করায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কাউন্সিলরদের তোপের মুখে পড়েছেন সাংবাদিকরা। একইসঙ্গে কাউন্সিলররা মারমুখী হয়ে উঠলে মেয়র সাঈদ খোকনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

রবিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাজেট ঘোষণা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন ঘটনা ঘটে।

পরে মেয়র বলেন, জনবলের অভাবেই ডেঙ্গু পরিস্থিতির দুরবস্থা সৃষ্টি হয়েছে।

জানা যায়, ২০১৯-২০ অর্থবছরের জন্য ৩ হাজার ৬৩১ কোটি ৪০ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসে প্রশ্নবানে জর্জরিত হন মেয়র ও কাউন্সিলররা। পরে উদ্ভুত পরিস্থিতি সৃষ্টি হলে তড়িঘড়ি করে সংবাদ সম্মেলনের ইতি টানেন মেয়র।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here