রোহিঙ্গা ইস্যুতে পাশে আছে যুক্তরাষ্ট্র: রবার্ট মিলার

0
400

বাংলা খবর ডেস্ক: রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে আছে যুক্তরাষ্ট্র। এই জনগোষ্ঠীকে ফেরত পাঠাতে মিয়ানমারের উপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখতে হবে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সিলেটের ঐতিহাসিক কীনব্রিজ পরিদর্শন শেষে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার গণমাধ্যমে এসব কথা বলেন।

তিনি বলেন, রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিয়ে যুক্তরাষ্ট্র প্রধান দাতা হিসেবে কাজ করছে। এরই মধ্যে ৫৫০ মিলিয়ন ডলার সহায়তা দিয়েছে। মিয়ানমারকে অবশ্যই তাদের দেশে এসব মানুষকে নিরাপদ ও সম্মানজনকভাবে ফিরিয়ে নিতে পরিবেশ তৈরি করতে হবে।

তিনি জোর দিয়ে বলেন, মিয়ানমারকে অবশ্যই তাদের নাগরিকদের দেশে ফিরিয়ে নিতে হবে এবং নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে বাংলাদেশের সঙ্গেই থাকবে যুক্তরাষ্ট্র।

পরিদর্শনকালে মিলারের সঙ্গে ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ অন্য কর্মকর্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here