রোহিঙ্গাদের হাতে এনআইডি: ইসির অফিস সহায়কসহ আটক ৩

0
55

বাংলা খবর ডেস্ক: রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাইয়ে দেওয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসের এক অফিস সহায়কসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। সোমবার রাত ১১টার দিকে চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস থেকে তাদের আটক করা হয়।

তারা হলেন- চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসে ডবলমুরিং থানা কার্যালয়ের অফিস সহায়ক জয়নাল আবেদীন (৩৫) এবং বিজয় দাশ ও সীমা দাশ। এই দুজনের এখনো বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন দেশ বলেন, চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস থেকে ফোন পেয়ে সেখানে থানা পুলিশ গিয়ে এই তিনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে একজন জেলা নির্বাচন অফিসের পিয়ন ও অন্য ২ জন বাইরের।

তাদের বিরুদ্ধে রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে বলে ওসি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here