এই ডকুটা কি আমাদেরই কাহিনী!

0
59

শওগাত আলী সাগর

এই মানুষটাকে আমি চিনি.. হি ইজ অন টিভি! কানাডিয়ান টিভি! ওয়া্ও! দেখ, দেখ বাবা, দিস ইজ দ্যাট ফেমাস বাংলাদেশি পয়েট….. আই মেট দেম, অ্যান্ড আই ফটোগ্রাফড দিস ফটোগ্রাফার.. দে আর অন সিবিসি!’

সিবিসি পর্দায় নাদিম ইকবালের প্রামাণ্যচিত্র ‘মাদার টাং’ দেখতে দেখতে কথামালার প্রতিক্রিয়া।

‘আই থিংক, আমি ডকুটা কয়েকবার দেখেছি….. লাইকড ইট…’ বর্নমালা পাশ থেকে ফিসফিস করে বলে। কিন্তু ওঠে চলে যায় না। আমি পর্দায় ‘মাদার টাং’ এর দৃশ্যগুলো দেখি আর মেয়েদের দিকে তাকাই। এই ডকুটা কি আমাদেরই কাহিনী!

একটু আগেই সিবিসিকে ইংরেজি ভাষায় দেয়া সাক্ষাৎকারটি নাদিম শেষ করেছে ‘আপনাদের সবাইকে বলছি, ছবিটি দেখুন ভালো লাগবে’- বাংলায় বলে। ‘হি ইজ স্মার্ট, কানাডিয়ানদের বাংলা শুনিয়ে দিলো’…..মেয়েরা আগে দেখা একটু ডকু আবার দেখছে…. আহা! কি যে প্রশান্তি!

অভিনন্দন নাদিম (Nadim Iqbal), কানাডার জাতীয় সম্প্রচার মাধ্যমে বাংলাদেশকে, বাংলা ভাষার গৌরবকে তুলে ধরার জন্য।

লেখক: প্রকাশক ও সম্পাদক নতুন দেশ ডট কম

(ফেসবুক থেকে সংগৃহীত)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here