রেলমন্ত্রীর জন্য ট্রেন ছাড়লো পৌনে ২ ঘণ্টা পর

0
62

বাংলা খবর ডেস্ক: জামালপুরে রেলস্টেশন থেকে আন্তঃনগর তিস্তা ট্রেনে ঢাকা যাবেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।

বুধবার (২ অক্টোবর) বিকেল ৪টায় ট্রেন ছাড়ার সময় হলেও সরিষাবাড়ী উপজেলায় মন্ত্রীর জনসভা শেষ না হওয়ায় স্টেশনে দাঁড়িয়ে রইল ট্রেনটি। প্রায় দুই ঘণ্টা অপেক্ষার পর মন্ত্রী এলে ৫টা ৪৫ মিনিটে জামালপুর রেলস্টেশন ছাড়ে আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেন।

পৌনে ২ ঘণ্টা বিলম্বে ট্রেন ছাড়ায় ক্ষুব্ধ হয়ে ওঠেন অপেক্ষমাণ যাত্রীরা। তারা বলেন, মন্ত্রীর আগমন উপলক্ষে যেখানে যাত্রীসেবা বাড়ার কথা সেখানে উল্টো যাত্রীদুর্ভোগ বেড়েছে।

জামালপুর থেকে ঢাকাগামী যাত্রী মিলন বলেন, সকালে আমার একটি চাকরির পরীক্ষা আছে। রাতে পৌঁছতে বিলম্ব হলে সকালে ঠিকমতো পরীক্ষা দিতে সমস্যা হবে।

জামালপুর রেলস্টেশন মাস্টার মো. শাহাবুদ্দিন বলেন, আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ৪টায় জামালপুর স্টেশন ছেড়ে যাওয়ার কথা থাকলেও বুধবার ৫টা ৪৫ মিনিটে ছেড়েছে। দেওয়ানগঞ্জ থেকে ৩০ মিনিট বিলম্বে ছেড়ে আসার পর জামালপুরে মন্ত্রীর জন্য সেলুন সংযোজন ও তার আগমন উপলক্ষে বিলম্ব হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here