খালেদা জিয়ার উন্নতমানের চিকিৎসা দরকার: সেলিনা ইসলাম

0
57

বাংলা খবর ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন কারাবন্দি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা ভালো না বলে জানিয়েছেন তার বড় বোন সেলিনা ইসলাম।

তিনি বলেন, খালেদা জিয়ার শারীরিক অব্স্থা আগের চেয়ে অনেক খারাপ। তিনি কারো সাহায্য ছাড়া দাঁড়াতে পারেন না। নিজের খাবার নিজে খেতে পারেন না। হাত-পা শক্ত হয়ে গেছে। তার জরুরিভাবে উন্নতমানের চিকিৎসা দরকার।

শুক্রবার (১১ অক্টোবর) বিকেল বিএসএমএমইউ হাসপাতালে খালেদা জিয়ার সঙ্গে দেখা করার পর বাইরে এসে তিনি সাংবাদিকদের একথা বলেন।

চিকিৎসকরা বলেছেন তিনি সুস্থ আছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সেলিমা ইসলাম বলেন, সব মিথ্যা কথা। আমরাতো এখনই দেখা এলাম তিনি কী অবস্থায় আছেন।

বিদেশে নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,সরকার যদি চায় তাহলেইতো তিনি বিদেশে চিকিৎসা নিতে পারবেন। তবে এ বিষয়ে খালেদা জিয়া আমাদের সঙ্গে কিছু বলেননি।

এর আগে শুক্রবার বিকাল সোয়া তিনটা থেকে সাড়ে ৪টা পর্যন্ত পরিবারের ৬ সদস্য তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার ওই তথ্য জানান।

দিদার জানান, বিএনপি চেয়ারপারসনের বোন সেলিমা ইসলাম, ছোট ভাই শামীম ইস্কান্দার, শামীম ইস্কান্দারে স্ত্রী কানিজ ফাতিমা, শামীম ইস্কান্দারের ছেলে অভিক ইস্কান্দার, অরিক ইস্কান্দারসহ পরিবারের ৬জন সদস্য বিকাল সোয়া তিনটার দিকে বিএসএমএমইউর কেবিন ব্লকে কারা হেফাজতে চিকিৎসাধীন খালেদা জিয়ার কক্ষে গিয়ে দেখা করেন। এর আগে গত ২০ সেপ্টেম্বর পরিবারের সদস্যরা তাঁর সঙ্গে দেখা করেন।

গত বছর ৮ ফেব্রুয়ারি হতে কারাবন্দি খালেদা জিয়াকে চিকিৎসার জন্য গত ১ এপ্রিল বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here