সময়টা খুব খারাপ: ওবায়দুল কাদের

0
46

বাংলা খবর ডেস্ক: দুর্নীতি-অনিয়মের অভিযোগে গ্রেফতার হওয়া বিভিন্ন ব্যক্তিদের সঙ্গে দলীয় নেতাদের সখ্যতার বিষয়ে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘সময়টা খুব খারাপ তো, এ সময়ে এটা আসলে ভেবে দেখতে হবে। নেত্রীর সঙ্গে আলাপ করে জানাব।’

রোববার সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কথা বলেন।

গ্রেফতারদের সঙ্গে নেতাদের নাম চলে আসছে, এ বিষয়ে দলের পক্ষ থেকে তদন্ত করবেন কি না- জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘অনেক রকমের নিউজ অনেক সময় হয়। কিছু কিছু নিউজ…একজনের সাথে আরেকজনের শত্রুতা আছে। সময়টা খুব খারাপ তো, এ সময়ে এটা আসলে ভেবে দেখতে হবে। নেত্রীর সঙ্গে আলাপ করে জানাব।’

খালেদা জিয়ার মুক্তির বিষয়ে এক প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘বিএনপিকে আন্দোলন করতে বলুন। তারা পরিষ্কার বলে দিয়েছে আন্দোলন ছাড়া খালেদা জিয়ার মুক্তির কোনো বিকল্প নেই। কাজেই এক মুখে এতো কথা কেন? তাদের বলুন আন্দোলন করতে।’

তিনি বলেন, ‘ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবাই এক বাক্যে বলছেন যে, খালেদা জিয়ার মুক্তি আইনি পথে হবে না, অন্য কোনভাবে হবে না, সরকার তাকে মুক্তি দেবে না। কাজেই আন্দোলনের ঝড় তুলতে হবে এবং বিস্ফোরণ ঘটাতে হবে, তারপরে তুমুল আন্দোলনের মাধ্যমে তাকে বের করতে হবে।’

‘আন্দোলনে তো কোনো বাধা নেই। জনগণ সায় দিলে আন্দোলন করবে’ বলেন সেতুমন্ত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here