ক্রিকেটারদের জন্য কি না করেছি: পাপন

0
499

বাংলা খবর ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, একটা প্লেয়ার বলতে পারবে তার সঙ্গে খারাপ ব্যবহার করা হয়েছে। হ্যাঁ অন্যায় করলে শাস্তি পেতে হবে। এত কিছু করার পরও আন্দোলন করবে?

ক্রিকেটারদের ১১ দফা দাবি নিয়ে মঙ্গলবার মিরপুরে সংবাদ সম্মেলনে পাপন আরও বলেন, কারও ভাইকে কোন এসপি মেরেছে, রাত তিনটায় ফোন করে এসপির বিরুদ্ধে আমাকে ব্যবস্থা নিতে হয়।

বিসিবি সভাপতি আরও বলেন, এক প্লেয়ারকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, মেরে ফেলবে বলে। বিদেশ থেকে ফোন করে আমাকে থামাতে হয়।

আরেক ক্রিকেটারের মামার জমি উত্তরায় দখল করে নিয়ে যাচ্ছে আমাকে গিয়ে উদ্ধার করতে হয়।

মুশফিকের বাবা, মিরাজের খালা কে না!। কারে কোথায় মারতেছে বিদেশ থেকে ফোন করে আমাকে ব্যবস্থা নিতে হচ্ছে।

আপনারা হয়ত বলতে পারেন এগুলো কিছু না! কিন্তু আমি খুবই হতাশ। ওরা সবাই জানে আমাদের কাছে বললে সঙ্গে সঙ্গে দাবি মেনে নিতাম। কিন্তু আমাদের না বলে এভাবে আন্দোলনে যাবে ভাবতেও পারছি না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here