শুক্রবার ঢাকা আসছেন ভেট্টরি

0
84

বাংলা খবর ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট দলের স্পিন বোলিং কোচের দায়িত্ব নিতে শুক্রবার ঢাকা আসছেন ক্রিকেট ইতিহাসের সফলতম বাঁহাতি স্পিনার ড্যানিয়েল ভেট্টরি।

বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী জানিয়েছেন, ভারত সফরের ক্যাম্পে দলের সঙ্গে যোগ দিচ্ছেন সাবেক নিউজিল্যান্ড অধিনায়ক।

ভেট্টরি নিউজিল্যান্ডের জার্সিতে খেলেছেন ১১৩টি টেস্ট, ২৯৫টি ওয়ানডে ও ৩৪ টি-টোয়েন্টি। আন্তর্জাতিক ক্রিকেটে সব মিলিয়ে বাঁহাতি এই স্পিনারের মোট উইকেট ৭০৫টি।

২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়ে কোচ হিসেবে বেশ অভিজ্ঞতা অর্জন করেছেন ৪০ বছর বয়সী ভেট্টরি। ২০১৪ থেকে ২০১৮ পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ইউরো টি-টোয়েন্টি স্ল্যামের প্রথম আসরে ডাবলিন চিফসের কোচ হিসেবেও দায়িত্ব পালন করার কথা তার।

২০১৯ বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তি ছিল স্পিন বোলিং কোচ সুনীল যোশি ও পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশের। তাদের সঙ্গে চুক্তি না বাড়ানোর সিদ্ধান্ত নেয় বোর্ড।

ওয়ালশের পরিবর্তে পেস বোলিং কোচ হিসেবে বেছে নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার চার্ল ল্যাঙ্গেভেল্টকে। ল্যাঙ্গেভেল্ট দায়িত্ব পেয়েছেন স্থায়ীভাবে। ভেট্টরির মোট ১০০ দিন কাজ করার কথা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here