সাকিবের উচিত ছিল ফিক্সিংয়ের বিষয়গুলো জানানোর: আইসিসি

0
62

বাংলা খবর ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ব্যবস্থাপক অ্যালেক্স মার্শাল বলেছেন, সাকিব আল হাসান অভিজ্ঞ একজন ক্রিকেটার। সে আইসিসির বহু শিক্ষা কর্মসূচিতে অংশ নিয়েছে। ক্রিকেটের আইন সম্পর্কে তার স্পষ্ট ধারণা আছে। কাজেই সে যে তিনবার ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছিল বিষয়গুলো আইসিসিকে জানানো উচিত ছিল।

আইসিসির এই কর্মকর্তা আরও বলেন, সাকিব তার ভুল স্বীকার করেছেন। এবং তদন্তে পুরোপুরি সহায়তা করেছেন। ভবিষ্যত আইসিসির শিক্ষা র্মসূচিতে অংশ নিয়ে তরুণ খেলোয়াড়দের ফিক্সিংয়ের বিষয়ে সতর্ক করার প্রস্তাবে রাজি হয়েছেন।

প্রসঙ্গত, জুয়াড়িদের কাছ থেকে তিনবার ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার পরও তা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) না জানানোর অপরাধে সাকিবকে ২ বছর নিষিদ্ধ করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা।

কিন্তু ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার বিষয়টি স্বীকার করে ক্ষমা চাওয়ায় সাকিবের ওপর সন্তুষ্ট আইসিসি। নিষেধাজ্ঞা থাকা অবস্থায় আইসিসির বিভিন্ন কর্মসূচিতে অংশ নেয়ার শর্তে সাকিবের শাস্তি এক বছর স্থগিত করেছে আইসিসি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here