জুটি গড়ে ফিরলেন অভিষিক্ত নাইম শেখ

0
62

বাংলা খবর ডেস্ক: ক্যারিয়ারের প্রথম ম্যাচ। দারুণ খেলছিলেন নাইম শেখ। শুরুতেই সঙ্গী লিটন দাসকে হারানোর পর সৌম্য সরকারকে নিয়ে ৪২ বলে ৪৬ রানের দারুণ এক জুটি গড়েন তুলেন এই তরুণ।

তবে ইনিংসের অষ্টম ওভারে বল হাতে নেয়া ইয়ুজবেন্দ্র চাহালের টানা তিনটি বল ব্যাটে লাগাতে না পেরে ধৈর্য্য হারিয়ে ফেলেন নাইম। বড় শট খেলতে গিয়ে পরের বলটাই তুলে দেন আকাশে, ২৮ বলে ২ বাউন্ডারি আর ১ ছক্কায় ২৬ রান করে নাইম ফেরেন ধাওয়ানের ক্যাচ হয়ে।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ৮ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৫৪ রান। নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে এসেছেন মুশফিকুর রহীম। সৌম্য সরকার অপরাজিত আছেন ১৯ রানে।

লক্ষ্য ১৪৯ রানের। লিটন দাস শুরুটা করেছিলেন দারুণ। ৩ বলে ১ বাউন্ডারিতে তুলে নিয়েছিলেন ৭ রান। কিন্তু এমন এক শুরুর পরও বোকার মতো উইকেট দিয়ে বসেন এই ওপেনার। দীপক চাহারের ওভারের পঞ্চম বলে কভার পয়েন্টে সহজ ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

তবে দ্বিতীয় উইকেটে সেই ধাক্কা দারুণভাবে সামলে ওঠেন অভিষিক্ত নাইম শেখ আর সৌম্য সরকার। দুজনই খেলছিলেন দেখেশুনে। কিন্তু চাহাল বল হাতে নেয়ার পর এই জুটিটি ভেঙে দেন।

এর আগে বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বড় পুঁজি গড়তে পারেনি শক্তিশালী ব্যাটিং লাইনআপের দল ভারত। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৮ রানেই আটকে যায় রোহিত শর্মার দল।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথম ওভারে তিনি বল তুলে দেন শফিউল ইসলামের হাতে। শুরুটা হয়েছিল খুবই বাজে। ওভারের প্রথম পাঁচ ডেলিভারিতে ১০ রান দিয়ে বসেন শফিউল। রোহিত শর্মা হাঁকান দুই বাউন্ডারি।

তবে ভয়ংকর হয়ে ওঠতে থাকা রোহিতকে ঠিকই আটকে দেন শফিউল। পঞ্চম বলটিতে বাউন্ডারি হজম করেছিলেন। পরের বলটাই দুর্দান্ত এক ডেলিভারি দেন টাইগার পেসার, রোহিত বুঝতেই পারেননি। প্যাডে বল আঘাত হানে।

আবেদনে আঙুল তুলে দিতে দেরি করেননি আম্পায়ার। রোহিত অবশ্য রিভিউ নিয়েছিলেন। কিন্তু তাতে কাজ হয়নি। স্ট্যাম্প পেয়ে যায় বল। ফলে হতাশা নিয়েই সাজঘরে ফিরতে হয় ভারতীয় অধিনায়ককে (৫ বলে ৯)। ১০ রানে প্রথম উইকেট হারায় ভারত।

দ্বিতীয় উইকেটে সেই বিপদ কিছুটা কাটিয়ে ওঠার চেষ্টা করেন শিখর ধাওয়ান আর লোকেশ রাহুল। তবে তাদের জুটিটাকে ২৬ রানের বেশি এগুতে দেননি বাংলাদেশ দলের তরুণ লেগস্পিনার বিপ্লব।

বিপ্লব ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছেন আজ। সপ্তম ওভারে বল করতে আসেন এই লেগি, আর প্রথম ওভারে বল হাতে নিয়েই পান উইকেটের দেখা। তার বাঁক খাওয়া ডেলিভারি বুঝতে না পেরে শর্ট কাভারে মাহমুদউল্লাহর সহজ ক্যাচ হয়েছেন লোকেশ রাহুল (১৭ বলে ১৫)।

ভারত ৩৬ রানে ২ উইকেট হারানোর পর উইকেটে এসে চালিয়ে খেলছিলেন শ্রেয়াস আয়ার, দ্রুত রানও তুলে দিচ্ছিলেন। অবশেষে এই ব্যাটসম্যানকেও সাজঘরের পথ দেখান বিপ্লব। ১৩ বলে ২২ রান করে আয়ার বাউন্ডারিতে ক্যাচ হন নাইম শেখের।

বাংলাদেশি বোলারদের এমন নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে খোলসে ঢুকে পড়েন ধাওয়ান। টি-টোয়েন্টিতে টেস্টের মতো টুকটুক করে খেলতে থাকেন বাঁহাতি এই ওপেনার। একটা সময় বলের তুলনায় রানে অনেক পিছিয়ে ছিলেন। পরের দিকে হাত খুলে কিছুটা ঘাটতি পোষানোর চেষ্টা করেেছিলেন ভারতীয় এই ওপেনার।

বল নষ্ট করার চাপটা তো মাথায় ছিলই। সেই চাপের মুখেই ৪২ বলে ৪১ রান করে রানআউটের কবলে পড়েন ধাওয়ান। মাহমুদউল্লাহর ওভারে সিঙ্গেলের জন্য দৌড়েছিলেন, কিন্তু অপরপ্রান্তে থাকা রিশাভ পান্ত সাড়া দেননি। মুশফিক বল পেয়ে স্ট্যাম্পটা ভেঙে দিতে ভুল করেননি।

এরপর উইকেটে আসেন শিভাম দুবে। অভিষেক ম্যাচে ব্যাটিংয়ে নেমে বেশ দেখেশুনে শুরু করেছিলেন এই অলরাউন্ডার। প্রথম তিন বল মোকাবেলায় করেন মাত্র ১ রান। চতুর্থ বলটিতেই পড়েন বিপদে। এমনই বিপদ, নিজের চোখকেই যেন বিশ্বাস হচ্ছিল না দুবের।

ইনিংসের ১৬তম ওভার তখন। নিজের তৃতীয় ওভারে বল করতে আসেন আফিফ হোসেন ধ্রুব। তার ওভারের ষষ্ঠ ডেলিভারিটি বুঝতে না পেরে আলতোভাবে সোজা খেলে দেন দুবে, বল চলে যাচ্ছিল আফিফের মাথার ওপর দিয়ে। কে জানতো, এই বলটিও ধরে ফেলবেন তরুণ এই অলরাউন্ডার?

লাফিয়ে ওঠে বাজপাখির মতো ছোঁ মেরে যেভাবে ক্যাচটি নেন আফিফ, দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামের হাজার হাজার দর্শক বোকা বনে যান। সবাই হা হয়ে থাকেন, এমন অবিশ্বাস্য ক্যাচও তালুবন্দী করা সম্ভব?

আফিফের এই ক্যাচে ১০২ রানেই ৫ উইকেট হারিয়ে বসে ভারত। বড় রানের আশা শেষ হয়ে যায় তখনই। ১৯তম ওভারে রিশাভ পান্তকেও তুলে নেন শফিউল। ২৬ বলে ২৭ রান করেন মারকুটে এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

তবে সপ্তম উইকেটে ক্রুনাল পান্ডিয়া আর ওয়াশিংটন সুন্দর ১০ বলের জুটিতে তুলে দেন ২৮ রান। সুন্দর ৫ বলে ১৪ আর ক্রুনাল ৮ বলে করেন ১৫ রান। বাংলাদেশের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন আমিনুল ইসলাম বিপ্লব আর শফিউল ইসলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here