এসএ গেমসে বাংলাদেশের প্রথম পদক জিতলেন হোমায়রা

0
81

বাংলা খবর ডেস্ক: চলতি দক্ষিণ এশিয়ান গেমসে (এসএ গেমস) প্রথম পদক জিতলো বাংলাদেশ। মেয়েদের একক কাতায় ব্রোঞ্জ জেতার মাধ্যমে দেশকে প্রথম পদক এনে দিয়েছেন হোমায়রা আক্তার অন্তরা।

এই ইভেন্টে ৫ জন প্রতিযোগীর মধ্যে তৃতীয় হন অন্তরা। মেয়েদের একক কাতায় স্বর্ণপদক জিতেছে পাকস্তান আর রৌপ্য গেছে স্বাগতিক নেপালের ঘরে। একই ইভেন্টের পুরুষ এককে চারজনের মধ্যে চতুর্থ হয়ে ব্রোঞ্জ দিতেছেন হাসান খান সান।

এদিকে আজ (সোমবার) পুরুষ ভলিবলেও ব্রোঞ্জের জন্য লড়বে বাংলাদেশ ভলিবল দল। দুপুর দুইটায় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে তারা। এই ম্যাচে জিততে পারলে বাংলাদেশ পাবে ব্রোঞ্জ পদক।

ভলিবল ইভেন্টের দ্বিতীয় সেমিফাইনালে রোববার পাকিস্তানের কাছে ৩-০ সেটে হেরেছে বাংলাদেশ পুরুষ ভলিবল দল।

প্রথম সেটে বড় ব্যবধানে হারের পর (২৫-১৫) দ্বিতীয় ও তৃতীয় সেটে লড়াই করলেও জয় পাওয়া হয়নি বাংলাদেশের। দ্বিতীয় সেটে ২৫-২১ আর তৃতীয় সেটে ২৬-২৪ ব্যবধানে হেরে যায় লাল সবুজ জার্সিধারীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here