সিভিএফের পরবর্তী সভাপতি শেখ হাসিনা

0
103

বাংলা খবর ডেস্ক: বৈশ্বিক উষ্ণতার নেতিবাচক প্রভাব নিয়ে কাজ করা ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) সভাপতির দ্বায়িত্ব নিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী বছর তিনি এ দায়িত্ব নেবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

সোমবার পররাষ্ট্রমন্ত্রী জানান, কপ-২৫ নামে পরিচিত ২৫ তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনের উদ্বোধনী দিনে মার্শাল আইল্যান্ডের প্রেসিডেন্ট হিলডা হেইনির এ সংক্রান্ত একটি প্রস্তাব প্রধানমন্ত্রী গ্রহণ করেছেন।

প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সবাই যদি চায় আমি সভাপতির দায়িত্ব নিতে রাজি আছি।’

২০০৯ সালে কোপেনহেগেনে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনের সময় মালদ্বীপ সরকার সিভিএফ গঠন করে।

সিফিএফের বর্তমান প্রধানমন্ত্রী মার্শাল আইল্যান্ডের প্রেসিডেন্ট হিলডা হেইনি। বৈশ্বিক এই ফোরামের কাজ হচ্ছে উষ্ণতার নেতিবাচক প্রভাব চিহ্নিত করা। উষ্ণতার ফলে আর্থ-সামাজিক ও পরিবেশের ক্ষতি হয়।

পরিবেশ বিষয়ক বিশ্ব সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী শেষ হাসিনা বর্তমানে মাদ্রিদে আছেন।

সূত্র: বাসস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here