শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে সাকিবের স্ট্যাটাস

0
91

বাংলা খবর ডেস্ক: শহীদ বুদ্ধিজীবী দিবসে বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

ফেসবুকে দেয়া স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘৪৯ বছর আগে যা হারিয়েছি, তা কোনো কিছু দিয়েই পূরণ করা সম্ভব নয়। শ্রদ্ধাভরে স্মরণ করছি ১৪ ডিসেম্বরে প্রাণ হারানো শহীদ বুদ্ধিজীবীদের। সামনে এগিয়ে যাওয়ার শক্তি আর সাহসটা পাই আপনাদের কাছ থেকেই।’

সেই স্ট্যাটাস দিয়ে একটি ছবি পোস্ট করে মহান মুক্তিযুদ্ধে ও ১৪ ডিসেম্বরে শহীদদের স্মরণ করেন তিনি।

জুয়াড়ির সঙ্গে যোগাযোগের বিষয়টি আইসিসিকে অবগত না করানোর অপরাধে সব ধরনের ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

যে কারণে জাতীয় দলের ভারত সফরের পর বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) অনুপস্থিত সাকিব। তাই বলে আলোচনার বাইরে নন তিনি। বিভিন্ন ইস্যু ও দিবসে সক্রিয় থাকেন তিনি।

প্রসঙ্গত ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তার দোসররা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে।

বুদ্ধিজীবী হত্যার ঠিক দুদিন পর ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে এবং স্বাধীন বাংলাদেশের জন্ম হয়। সেই স্বাধীনতার ৪৯ বছর পেরিয়েছে। জাতির শ্রেষ্ঠ সন্তানদের হারানোর ক্ষত এখনও শুকায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here