জাতি আরও একটি মুক্তিযুদ্ধের প্রসব যন্ত্রণায় : সোহেল

0
93

বাংলা  খবর ডেস্ক: রাজাকারের দল ক্ষমতা দখল করে আছে মন্তব্য করে বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন-নবী খান সোহেল বলেছেন, অনতিবিলম্বে রাজাকারের দলকে ক্ষমতা থেকে পদত্যাগ করতে হবে। রাজাকারদের হাতে ক্ষমতা দেশের মানুষ দেখতে চায় না। রাজাকারদের বলতে চাই, অনতিবিলম্বে স্বাধীনতার ঘোষকের স্ত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন। আর যদি মুক্তি না দেন জাতি কিন্তু আরও একটি মুক্তিযুদ্ধের প্রসব যন্ত্রণায় আছে। আর একটি মুক্তিযুদ্ধ কিন্তু সামনে।

বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর মহানগর নাট্যমঞ্চে বিজয় দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন সোহেল।

সরকারকে হুঁশিয়ারি দিয়ে সোহেল বলেন, ‘এই প্রজন্মের মুক্তিযোদ্ধারা প্রস্তুত হচ্ছেন। রাজাকারদের হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়ে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেয়া এখন সময়ের ব্যাপার মাত্র। আমরা বেগম খালেদা জিয়াকে প্রয়োজনে আরও একটি মুক্তিযুদ্ধের মাধ্যমে মুক্ত করে আনব ইনশাল্লাহ। লড়াই হবে, মুক্তিযুদ্ধ হবে আরেকবার, বাংলাদেশের রাস্তায় রাস্তায়, মহানগরের রাস্তায় রাস্তায়, জেলার রাস্তায় রাস্তায়, গ্রামে গ্রামে মেঠো পথে লড়াই হবে মুক্তিযোদ্ধা বনাম ওই রাজাকারদের সঙ্গে, যারা এখন জোর করে ক্ষমতা দখল করে আছে তাদের সঙ্গে।’

তিনি বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়াকে জোর করে কারাগারে রেখেছেন কারা? উনারাও মুক্তিযোদ্ধা, উনারা কোথায় যুদ্ধ করেছেন? ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে উনারা যুদ্ধ করেছেন? উনারা দেশকে অসহায় অবস্থায় রেখে কেউ পালিয়ে গেলেন ভারতে কেউ পাকিস্তানে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পালিয়ে যাননি।’

রাজাকারের তালিকা প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘রাজাকারের তালিকা প্রকাশিত হয়েছে, সত্য একসময় উদ্ভাসিত হবেই। তালিকায় আওয়ামী লীগের সংখ্যা আট হাজার ৬০ জন। পক্ষান্তরে, জোরদবস্তি করে বিএনপি নেতাদের নাম দিয়েছেন এক হাজার ২৪ জন।’

বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এবং সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম আলিমের সঞ্চালনায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক খান, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ প্রমুখ বক্তব্য দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here