ইউটিউব দুনিয়ার সেরা ধনী শিশু রায়ান

0
587

বাংলা খবর ডেস্ক: গান, নাটক, সিনেমা কিংবা যে কোনোরকম ভিডিও প্রচারের জন্য ইউটিউব এখন জনপ্রিয় মাধ্যম। বলা চলে বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম ইউটিউব। এখান থেকে অনেক তারকার জন্মও হয়েছে দেশে দেশে।

বিশ্বের অনেক বাঘা বাঘা তারকারা ইউটিউবের কল্যাণে নিজেদের ইমেজ জিইয়ে রেখেছেন। সেই ইউটিউব দুনিয়ার সেরা ধনী নাকি আট বছরের এক শিশু। তার নাম রায়ান কাজি।

২০১৫ সালে রায়ানের মা-বাবা তার নামে একটি ইউটিউব চ্যানেল খোলেন, নাম দেন Ryan’s World। ইতোমধ্যে সেই চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ছাড়িয়েছে ২২.৯ মিলিয়ন অর্থাত্ ২ কোটি ২৯ লাখ।

গতকাল বুধবার (১৮ ডিসেম্বর) ফোর্বস ম্যাগাজিনের তরফে একটি তালিকা প্রকাশিত হয়েছে। সেখানে নাম রয়েছে দুনিয়ার সেই সব মানুষের যারা ইউটিউব চ্যানেল থেকে বিশাল অঙ্কের টাকা আয় করেন। সেই তালিকায় এক নম্বরে নাম উঠে এসেছে মাত্র ৮ বছরের শিশু রায়ান কাজির।

২০১৯ সালে রায়ান তার ইউটিউব চ্যানেল থেকে আয় করেছে ২৬ মিলিয়ন মার্কিন ডলার! ফোর্বস-এর তালিকা অনুযায়ী ২০১৮ সালেও কাজি যার আসল নাম রায়ান গুয়ান ছিল সর্বোচ্চ উপার্জনকারী ইউটিউবার। সেবছর তার আয় ছিল ২২ মিলিয়ন মার্কিন ডলার।

প্রধানত বিভিন্ন বাক্স খুলে তার ভিতরের খেলনা বের করে কীভাবে রায়ান সেগুলি নিয়ে খেলে তারই ভিডিয়ো করে এই চ্যানেলে পোস্ট করা হত।এমনই বেশ কিছু ভিডিওর ভিউ ১ বিলিয়নও ছাড়িয়েছে। শুরুর দিন থেকে এখনও পর্যন্ত চ্যানেলটি পেয়েছে ৩৫ বিলিয়ন অর্থাত্ ৩৫০০ কোটি ভিউ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here