রাজাকারের তালিকা নিয়ে নির্মূল কমিটির বিচার বিভাগীয় তদন্তের দাবি

0
83

বাংলা খবর ডেস্ক: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের প্রকাশ করা রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম অন্তর্ভুক্তির ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চেয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির।

বৃহস্পতিবার রাজধানীতে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়। কমিটির সহসভাপতি অধ্যাপক মুনতাসীর মামুন ও শ্যামলী নাসরিন চৌধুরী, সাধারণ সম্পাদক কাজী মুকুল এ সময় উপস্থিত ছিলেন।

শাহরিয়ার কবির বলেন, রাজাকার ও স্বাধীনতাবিরোধীদের তালিকায় অজ্ঞতাবশত কোনো গুরুত্বপূর্ণ স্বাধীনতাবিরোধীর নাম বাদ পড়তে পারে। কিন্তু রাজাকারের তালিকায় কোনো মুক্তিযোদ্ধা বা শহীদ পরিবারের কারও নাম যুক্ত হওয়া শুধু ভুল নয়, গুরুতর অপরাধ বলে আমরা মনে করি। এ ধরনের অপরাধের জন্য কারা দায়ী তা তদন্ত করার জন্য আমাদের এই বিচার বিভাগীয় কমিশন গঠন করতে হবে।

উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ১০ হাজার ৭৮৯ জন রাজাকারের নাম প্রকাশ করে। তালিকায় মুক্তিযোদ্ধাসহ অনেক স্বাধীনতার সংগঠক ও আওয়ামী লীগ নেতার নাম চলে আসে। পরে ১৮ ডিসেম্বর তালিকা স্থগিত করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here