নবমবারের মতো আ.লীগ সভাপতি হলেন শেখ হাসিনা

0
103

বাংলা খবর ডেস্ক: নবমবারের মতো আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন বর্তমান সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২১ ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলটির সম্মেলনের কাউন্সিল অধিবেশনে সভাপতি হিসেবে শেখ হাসিনার নাম প্রস্তাব করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট আবদুল মতিন খসরু। এ প্রস্তাব সমর্থন করেন সভাপতিমণ্ডলীর আরেক সদস্য পীযূষ ভট্টাচার্য। পরে তা কাউন্সিলরদের কণ্ঠভোটে পাস হয়ে যায়।

কাউন্সিল অধিবেশনে সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত হয়েছেন বর্তমান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এর আগে শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে ঐতিহাসিক সোওরায়ার্দী উদ্যানে সম্মেলনের উদ্বোধনী অধিবেশন হয়। উদ্বোধন করেন দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড-পরবর্তী আওয়ামী লীগের ওপর নির্যাতনের খড়গ নামলেও পরে দলটিকে সংগঠিত করার দায়িত্ব নেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। ১৯৮১ সালে তার অনুপস্থিতিতেই সর্বসম্মতিক্রমে আওয়ামী লীগের সভাপতি হিসেবে প্রথমবার নির্বাচিত হন শেখ হাসিনা। এরপর টানা দেশের সর্ববৃহৎ দলটির প্রধানের দায়িত্ব পালন করে চলেছেন তিনি।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here