কালশীর বাউনিয়া বস্তির অধিকাংশ ঘর পুড়ে ছাই

0
96

বাংলা খবর ডেস্ক: রাজধানীর মিরপুরের কালশীর বাউনিয়া বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুনে পুড়ে গেছে বস্তির অধিকাংশ ঘর। বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ৫০ মিনিটে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসাইন এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে কালশীর বাউনিয়া বস্তিতে আগুন লাগে। শুরুতে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও পরে মোট ১১টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনে মাথা গোঁজার শেষ আশ্রয়টুকু হারিয়ে রাত থেকেই কনকনে শীত আর বৃষ্টির মধ্যে খোলা আকাশের নিচে রয়েছে শতাধিক পরিবার।

বস্তির বাসিন্দারা জানান, আগুন লাগার পর শুধু প্রাণ নিয়ে বের হয়ে আসতে পেরেছেন তারা। দ্রুত আগুন ছড়িয়ে পড়ার ফলে নিজেদের ঘর থেকে কিছুই নিয়ে বের হতে পারেননি।

স্থানীয় সংসদ সদস্য ইলিয়াস আলী মোল্লা জানান, ওই বস্তি থেকে ১২০ থেকে ১৫০ গজ দূরে আরমান স্কুলে ক্ষতিগ্রস্তদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। পুনর্বাসনের আগপর্যন্ত তারা সেখানে থাকবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here